বহু বছর আগে,
তুমি চলে গেছো,মান অভিমান আর রাগে।
সেদিন বর্ষার রাতে,
তুমি মিশে গেছো, জ্যোৎস্না ঝরা আলোর সাথে।
সেদিন বর্ষা ভেজা জলে,
তুমি এলে,হৃদয়ের বাগিচার নানা রঙের ফুলে।
আমি সব কিছু ভুলে,
আনন্দে ভাসাই তরী,মোর প্রেম নদীর কুলে।
ক্ষণিকের সাক্ষাতে,
ফিরায়ে মুখ,বাদলের স্নিগ্ধ ঝরা প্রভাতে।
চলেছো আজানা পথে,
এসো মিশে একসাথে, চলি জীবনের রাঙা রথে।
মনের দুয়ারে,
সাজিয়ে তোমারে, দেখেছি স্বপ্ন বারে বারে।
চলে গেছো তুমি বহু দূরে,
ব্যথা দিয়ে অন্তরে,তুমি চলে গেছো-বহু দূরে।
কতনা আশা তোমায় নিয়ে,
ফুল বাগিচায় গিয়ে,রচেছি মালা স্বপ্ন দিয়ে।
মনে আশা তোমায় পেয়ে,
তুমি এলেনা? বলবো আমি কাকে গিয়ে?
রচনাঃ--২০০১