আমার হৃদয় সাগরের রুপে সদা সাজানো রুপোসী-
কেন আমি তোমার শীতল প্রেমের প্রেম পিষাসী।
কোনোদিন দেখিনি তোমার এই অন্ধ বোবা নয়নে?
তবু কেন প্রেমের জোয়ার উঠে এই শান্ত সাগর মনে?
অনুভবে আর একা নীরবে- আঁকো কিসের ছবি।
প্রেম সাগর উতাল পাথাল- বলো ? কোন মায়াবী।
এঁকেছ হাজার চিত্র,আকাশ রুপী মনের স্বচ্ছ আকাশে।
ছড়িয়েছ শুধু প্রেমের গান, নিঃশ্বাসের উষ্ণ বাতাসে।
বয়ে চলে প্রেমের উষ্ণ ধারা মানবের শিরা উপশিরায় ।
যেন পুষ্ট নদীরধারা-বার্তা নিয়ে ব্যস্ত সুকোমল মৃত্তিকায়।
আকাশ থেকে ঝড়ে পড়ে যেমন প্রতি ক্ষণে অমৃতধারা।
হৃদয়ে আকাশ থেকে ঝরিয়ে ওগো শীতল প্রেমধারা।
শুধু একটু স্ব্বচ্ছ ভালোবাসা আর প্রেমের জন্য-
জ্বলে যাক না হৃদয়ের রুপে সাজানো গভীর অরণ্য।
যতই জ্বলুক আর ছড়িয়ে যাক বিধ্বংসী দাবানল।
হৃদয়ে আকাশে আছে বর্ষা। নেই কোন ভয়,হবে প্রেম জয়।
মজুত আছে অসীম সাগরসম শীতল আঁখিজল।
ঝরবে সদা আঁখিজল। নিভে যাবে বিধ্বংসী দাবানল।
ছড়াবে প্রেম-,গাইবে প্রেমের গান এই ধরণীর বুকে।
ঝলসানো পৃথিবী,হবে স্বচ্ছ শীতল,বইবে অমৃতধারা,থাকবে সুখে।
আবেদন আর করুণ নিবেদন রয়েছে সবার,
হোকনা সুন্দর পৃথিবী আরও সুন্দর শুধু একবার......।
..................................................................