কমল কাননে কাদের আনাগোনা?
অনেকে আসে যায়, সকলে অচেনা।
জীবনের বাঁকা পথে,ছিল কত স্বপ্ন মালা।
প্রতি মুহূর্ত কুড়িয়ে জ্বালা,সাজিয়েছি থালা।

পদ্মপাতার সবুজ মাঠে-শিশিরের টলমল।
আশাহীন,শুকনো জীবন-নয় জমকালো।
হাসি মুখে তারারাশি আছে নীল গগনে।
হঠাৎ ঝরবে জীবন, শেষ হবে মরণে।

...........................।।