পৃথিবীর বুকেতে বারবার লিখেছো-
সুখ দুঃখ হাজার বেদনার যন্ত্রণার শত শত গল্প।
হাজার শত বার যদি বলা হয়-
তবুও কিছুই বলা হবেনা-বলা হবে অতি অল্প।
কোমল মাটির বুক চিরে-
দেখো একবার মুখ ফিরে-আজও শুনি অসহ্য যন্ত্রণা।
অকালেতে আজ ঘুমন্ত-
বিষাদ নীল দিগন্ত-আসে অসহায় দুর্বলের করুণ কান্না।
তুমি কি শিল্পী?
নিরিহ মানবের রক্ত নিয়ে এঁকেছ হাজার বেদনার ছবি?
সবুজ শীতল – মোদের ধরা
নীরবে সদা কাঁদে- হতাশ আজ আমাদের স্বপ্নের পৃথিবী।