[আসরের পরম শ্রদ্ধেয় কবি “সুমিত্র দত্ত রায়” মহাশয়কে আমার এই এই লিখা্টি উৎসর্গ করলাম]
ঐ সুবিশাল নীল আকাশের বিস্তৃত কোলে-
মেঘেদের আড়ালে নক্ষত্ররা ক্লান্ত,
শান্তিতে ঘুমিছে অনেকক্ষণ?
পৃথিবীর কোমল মাটির বিছানায় জমেছে চাপা ঘন অন্ধকার।
আঁধারকে জড়িয়ে ধরে আছে-
রুগ্ন অসহায় সন্তানের ন্যায় পড়ে থাকা শৈশব।
পাশে সদা অপেক্ষায় দুশ্চিন্তার ঘন কালো মেঘের হুংকার।
ঘুমের আকাশে স্বপ্নেরা আশাহীন।
সকলেই সঙ্গীহীন-
দৃষ্টি হতাশায় ফাঁকা আকাশের দিকে।
জীবনের ভগ্ন উপকূলে সুচিন্তার ধরেছে ভাঙন।
নেমেছে ধস ক্ষণে ক্ষণে বা কখনও সারাক্ষণ।
শব্দের অরণ্যে বনপাখীর ন্যায় উড়ি এলোহীন ভাবে,
এ ডালে,ও ডালে যেন আশাহীন, দিশাহীন,
স্বপ্নহারা, ব্যথা ভরা।
আজ নাকি সূর্য গিয়েছে থেমে,
চন্দ্র নাকি গেছে নেমে।
ঐ ঘন কালো আঁধারে-
বুক চাপা কান্নার সুর বাজে অন্তরে।
কোনদিন তাই ঢোকেনা একফোঁটা আলো।
সবই আঁধার ঘুট-ঘুট কালো।
শুধু আছি প্রতীক্ষায়, আর প্রতীক্ষায় -
কবে ভোরের প্রসূতি সদন থেকে ?
সব কিছু বাঁধা রেখে।
বেরিয়ে আসবে এক টুকরো স্বপ্নের রৌদ্দুর।
বেড়ে উঠবে নব প্রজন্মের হাসিতে।
আজীবন থাকবে সুর আগামীর বাঁশিতে।
.........................................................