এক মুহূর্ত জীবন
     মহঃ সানারুল মোমিন

সরীসৃপের মত জীবন
বেড়ে ওঠে লতাপাতার মত,
ভরে যায় পৃথিবীর মসৃণ উঠান।

সম্মুখে অগ্নি সংযোগ,
পিছুনে সযত্নে আদুরে টান,
ধীরে ধীরে জমে শ্বেত ছাইয়ের স্তূপ।
চির সঙ্গী হয় সুস্থ শরীরের বায়ু, মাটি আর জল।

ভাবি কোথায় আমার অবস্থান?
কারা যেন লিখে প্রাণ বিরহের অচেনা গান।
..............................০০০........................
৩০-০৬-২০২২
বৃহস্পতি বার,সকাল-৮.৩০ মিনিট
নগর,খড়গ্রাম,মুর্শিদাবাদ,পঃব,ভারত