হয়ত একদিন দেখা পাবে,
            পাবে এক অনন্ত সময়।
কিছু কথা, কিছু ব্যথা রবে,
            থাকবে এক অচেনা হৃদয়।

ভাঙা ছেঁড়া স্বপ্ন গুলি সব,
            থাকবে মাটির একপাশে।
কিছু কথা,কিছু ব্যথা সব,
           থেকে যাবে ভালোবেসে।

সব কিছুর কিছু থাকবে,
           অমর অক্ষত কবিতায়।
যেখানে ধ্বংসের শেষ,
           সেখানে অনন্ত সময়।

ধীরে ধীরে বেড়ে যাবে,
          থেকে যাবে শত বেদনা।
ধীরে ধীরে চলে যাবে,
         পাবে  সীমাহীন ঠিকানা।