এইতো সবে, ঘুমিয়েছি নীরবে,
মাটির শীতল কোমল বিছানায়।
সবকিছু ভুলে, মায়ামমতা ফেলে
পেয়েছি শান্তি? মাটির কণায় ?
মাটির বুকে,আছিতো সুখে?
ডেকোনা মধুর সুরে বারবার ।
এসেছি আঁধারে ,আছি আদরে।
কোনো দিন ফিরবো না আর।
ধরার কাননে, ঘুরেছি আনমনে।
দেখেছি ধরার, হাজার রুপ।
এখানের আঁধার,দেখিছি প্রথমবার-
দেখেছি কত সুখ, অপরূপ।