পবিত্র ঈদ উল আযহা-এর শুভেচ্ছা
মহঃ সানারুল মোমিন
অন্তরের হাজার শত শুভেচ্ছা।
এসেছে পবিত্র ঈদ উল আযহা।
একেবারে হৃদয়ের দ্বারে।
সত্য ত্যাগের পবিত্র উপহার,
স্মরণ করি বারে বারে।
দুঃস্থ গবীর আমির উজির,
আনন্দে মেতে উঠি আমরা বিশ্ববাসি।
সকলের হৃদয়ে জাগুক সত্য, ত্যাগ মানবতা,
ফটুক ফুলের মত স্বচ্ছ হাসি।