রমজানের শেষে হৃদয়ের দেশে
উঠল খুশীর চাঁদ।
জাগল আনন্দে সুরের ঐ ছন্দে
ভাঙল খুশীর বাঁধ।
বইছে জোয়ার খুশীর দুয়ার
খুলেছে মনের কোণে।
জেগে সারা রাত বাড়িয়েছি হাত
জাগুক বন্ধন বিশ্ব মনে।