এ জীবন কি যেন চায় ?
কোথায় ফিরে ফিরে যায় ?

এ জীবন, আরো গভীরে গিয়ে-
হাজারও আশা নিয়ে,
মুক্ত ,মানিক খুঁজে বেড়ায়।

এ জীবন, সুখটি খুঁজে খুঁজে-
রঙ্গিল স্বপ্নের সাজে সাজে,
ভেঙে পড়ে,করুণ কান্নায়।

এ জীবন, সুখটি খুঁজে যদি পায়-
আনন্দে নয়নে অশ্র ঝরায়,
কত যে বেদনা হয়,সুখোময়।

এ জীবন, কত যে ছবি এঁকে-
কত স্বপ্ন আশা মনে রেখে,
অনন্ত আকাশে ভেসে চলে যায়।

এ জীবন, মনের অতি গভীরে-
হৃদয়ের শীতল সাগরে,
শত শত ইচ্ছাগুলো ভাসায়।

এ জীবন কি যেন চায় ?
কোথায় ফিরে ফিরে যায় ?

এ জীবন, শীতল জ্যোৎস্না মেখে-
হৃদয়ের মোহ নার বাঁকে বাঁকে,
কিসের আশায়, স্বপ্ন ছড়ায়।


এ জীবন, সুখটি যদি না পায়-
বুকটি ফাটে করুণ বেদনায়,
জীবন কাঁটাময়,ভরে যন্ত্রণায়।

এ জীবন, কোন চাদরে ঢাকা-
শুধু যেন ছোট্ট-বড় কষ্ট মাখা,
কিসের শুধু গল্প লিখা হয়?

এ জীবন, বেদনা,কাঁটার মতন-
দুঃখ ক ষ্ট আসে যখন তখন,
রঙ্গিল ইচ্ছা গুলো উড়ে চলে যায়।


এ জীবন,যেন বালুময় মরীচিকা-
হাঁটছি যেন একা একা।
উষ্ণ বালিতে স্বপ্ন গুলো কেন মিশে যায়।

এ জীবন কি যেন চায় ?---------

...........................