আবছা আধার ভোরের কাননে,
মিষ্টি মধুর পাখিদের কলতানে,
অজানা সুর আর গানে,
হাই তোলে,
ঘুমের আরাম ভুলে,
জেগে ওঠে ঘুমন্ত কুসুমকলি।
গুনগুন কলরবে,
রাগে অনুরাগে,আসে কুসুম বাগে,
বাজিয়ে নুপুর,সারা দুপুর-করতে আদর,
প্রাণের প্রিয় অলি।
মিষ্টি সুবাস জাগে,
মিষ্টি মধুর কুসুমবাগে,
মুচকি হাসে,
স্বপ্নের দেশে,
প্রাণ প্রিয় রবি।
রৌদ্র ঝিলিঝিলি,
হাসে খিলিখিলি।
আকেঁ শতশত অপরুপ ছবি।
জাগে স্বপ্নের পৃথিবী।
ঘুমিয়ে থাকা স্বপ্নগুলো,
ছিল এলোমেলো।
প্রাণ আসে মনে।
পাখিদের মধুর আহ্বানে।
জেগে ওঠে পৃথিবী,
শীতল সমীর- আর পাখিদের গানে।