আজ যদি নাই বা আসে মোর ঘুম ভাঙানি পাখি,
আজ যদি নাই বা খুলে মোর আদরের দুই আঁখি।
তবে গভীর ঘুমে, রব নিঝুমে,
আমি রইব একা আজ, সব কাজ ফেলে রাখি।
রাখবি ফাঁকা তোর পিঞ্জর, ভাঙিস না তুই মোর পাঁজর।
করলাম তোরে অনেক আদর,
কাঁদাবি নাকি কি মোর অন্তর?
ও -মোর সাধের মনো পাখি।
বলি তোরে, দিস না মোরে, একটু খানি ফাঁকি।
সকাল বিকাল ডাকি ডাকি।
হৃদয় বনে,খুব যতনে,সাজিয়ে রাখি।
শাখায় শাখায়, গুল্ম লতায়,
সবুজ রাঙা পাতায় পাতায়,
আসে হাজার শত পাখি,
বুঝি তুইতো এলি নাকি?
হাজার পাখি শত কত রয়,
সুর তোলে আর গান গেয়ে যায়।
মুখোরিত সারা বন ময়,
আমি যারে চাই, এরা সেই পাখি নয়।
সেই তো মোর আদরের মনো পাখি।
চলে গেলে সচল শরীর, হয় অচল।
ধরে লই এই ধরা তল।
আমি তারে ডাকি,
সে আদরের মনো পাখি।
.........................................................।
রচনাঃ ২রা আগষ্ট,২০১৭
বহরমপুর শহর, মুর্শিদাবাদ।