আলো ঝলঝল,অতি উজ্জ্বল-
দিবস হাসে,রবির অবদানে।
আলোকিত দিবস, হয় অনুজ্জ্বল-
হঠাৎ আঁধার,রবির অবসানে।
আলোকিত ভূবন,আর পাখির কূজন,
শান্তিতে ভরা,আমার এই ধরা।
হয় অন্ধকার,আসে নিশাচর-
কালো হয় ধরা,ভরে যায় অন্যজনে।
স্বপ্ন ঝরা মন,চঞ্চল এখন-
মেলে দুই আঁখি, চেয়ে চেয়ে থাকি।
আসুক প্রাণে রবি, মনে মনে ভাবি-
কেন চন্দ্র নয়,নাহি মনে ভয়।
.................................।
চলবে-----বাকি থাকল----