ধূসর পাণ্ডুলিপি
মহঃ সানারুল মোমিন
হাতের দুই পাশে জমে থাকা
জীবনের ধূসর পাণ্ডুলিপি।
অভাবের দীর্ঘ নিঃশ্বাস,
আশা বেদনায় ভরা।
একটু একটু করে হারিয়ে যায়
জীবনের সময়,পড়ন্ত বিকেলে।
ভেসে ওঠে খেটে খাওয়া
মানুষের বিদীর্ণ অসহায় মুখ।
জ্যোৎস্না ভরা মৃত রাত,
লজ্জায় তারারা হারায় গোপনে।
বাস্তব জীবন,বেড়ে ওঠে লতাপাতার মত-
ঘৃণার পথ ধরে।
কথাতেই জমে ওঠে
কথার পাণ্ডুলিপি,প্রাচীন পাথরের ইতিহাস।
জীবনের দুঃখ ভরে যায়,
পথের পাশে বসে থাকা
অন্ধ ভিখারির জীর্ণ থালা।