আবার লেগেছে রং
বনে বনে,
বসন্ত ফাগুনে,
কোকিলের কলতানে
ভ্রমরের গুঞ্জনে,
পাপিয়ার সুমধূর গানে।
এসেছে দোল,
বল প্রিয়া বল,
বসন্ত ফাগুনের কথা।
হৃদয় পুরে আছে যাহা গাঁথা।
বিকিশিত আম্র কাননে
বসন্ত ফাগুনে
কোকিলের সুরে গানে।
জাগে দোল,
বল প্রিয়া বল,
প্রিয় দোলের কথা,
আছে যত হৃদয় পুরে গাঁথা।