এলো প্রিয় মাহে রমযান
মহঃ সানারুল মোমিন
শুনো ঐ
রোজার চাঁদ করে আহ্বান
মনকে সাজাও রোজা রেখে
হে প্রিয় মুসলমান---
সাহারী খেয়ে,ইফতার করে
ভরাও মন প্রাণ
বলে প্রিয় রমযান---
তারাবীটা নিও পড়ে
জিকির করো প্রাণ ভরে
সাজাও মনের ফুলবাগান
হে প্রিয় মুমিনগণ---
রহমতের এই পবিত্র মাসে
বলে রোজা করে ভালোবেসে
করো শক্ত তোমার ঈমান
বলে প্রিয় রমযান---