সব আলোটা নিভিয়ে দাও,
রেখ শুধু,মাটির প্রদীপ জ্বেলে।
যখন তখন,জ্বালায় আগুন,
আমার দস্যি ছেলে।
দস্যি ছেলে ঘরে ঘরে,
লুকিয়ে আছে ঝোপে ঝাড়ে।
সুখেই আছে পাখির নীড়ে।
পাবে তাদের লোকের ভিড়ে।
হৃদয় জ্বালায়, প্রাণ জ্বালায়,
সবই পুড়ে ছাই।
দস্যি ছেলে কবে পালায়,
শুধু,আছি অপেক্ষায়।
সবই জ্বালায়,সবই জ্বলে,
তবু,আলো নাহি পাই।
সমাজ জ্বলে,পাঁজর পুড়ে
সবই পুড়ে ছাই। আলো কোথায়?
ঐ জ্বলে জ্বলবো না আমি
আছে মাটির প্রদীপ রাখা।
নিভিয়ে দিয়ে চলে যাব,
শুন্যে উড়িয়ে চাকা।
প্রদীপ জ্বলে মনে মাঝে।
দিয়ে জীবন আলো
নিভিয়ে দিবো হঠাৎ্ করে
সবই হবে আঁধার কালো।
চ ল বে----