হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো আজ ডানা মেলেছে কবিতা হয়ে--
বন্ধী ছিল খাতা,কাগজের টুকরোতে,ডাইরীর নতুন পাতায়-
কখনও বা উর্বর মনের অন্ধকার গভীরে-
পুষ্প কুঁড়ি হয়ে ছিল যুগ যুগ হয়ে চির ঘুমন্ত।
অনুকূল পরিবেশে পুষ্ফুটিত হয়েছে কখনও বা ঘুমিয়েই চির ঘুমন্ত।
ছিঁড়ে গেছে খাতা,কাগজের টুকরো,ডাইরী।
পড়ে রয়েছে অবহেলায় ঘরের কোনে বা দোকানের ঠোঙায় ---
স্বপ্নরা আজ কবিতা হয়ে মিশেছে আজ দিগন্তে,
বদ্ধ সীমানার প্রাচীর ভেদ করে ছড়িয়ে পড়ে সারাবিশ্বে-----
কি জানি সবার অজান্তে----
মেলেছে ডানা ঐ নীল আকাশে, হেসে হেসে স্বপ্নের বাতাসে,
কবিতারা আজ ছুঁয়ে চলেছে প্রতিটি মনের শীতল পরশ।
শ্রেষ্ঠ হয়ে অমরত্ব লাভের আশায় নয়,
শুধু একটু ভালোবাসায়।
কবিতারা আজ ছুটে চলে সারা বিশ্বে, কোনে কোনে—
প্রতি মানবের হৃদয় আর মনে মনে---
অমরত্ব লাভের আশায় নয়,
শুধু একটু আদর আর ভালোবাসায়।
ইচ্ছেরা, স্বপ্নরা কখনও কবিতা হয়ে
থাকে মনের গভীরে বিকশিত হওয়ার অধীর অপেক্ষায়।
উড়ে যাওয়ার শুধু প্রহর গুনে বছরের পর বছর।
আজ পেয়েছে তারা আনন্দে বসার,উড়ার, কবিতার আসর-
মহা আনন্দ প্রতি জনে ক্ষণে ক্ষণে, মনে প্রাণে-
? কার ইচ্ছা,? কার অবদানে-------------?
..................................................................
২৮-১২-২০১৭ বৃহঃবার
খড়গ্রাম, মুর্শিদাবাদ।