কি অপূর্ব অপরূপ রচেছো স্বর্ণ বাগান,
নানা পাখি গেয়ে যায় মিষ্টি মধুর গান।
ডালে ডালে শাখে শাখে আসে পক্ষীদল,
রচে নানা সুর নানা গান,করে কোলাহল।
হৃদয়ের গভীরে থাকা-জাগে নানা কথা,
ছন্দে ছন্দে মনের আনন্দে,লিখি কবিতা।
স্বর্ণ বাগান পেয়ে,আনন্দে নাচি সারাদিন,
শুভ জন্মদিনে শত শুভেচ্ছা প্রিয় এডমিন।
আজ শুভক্ষণে এলেন রাঙামাটির কোলে।
তোমার শ্রেষ্ঠ সৃষ্টি,আজ সাজে ফুলে ফলে।
সেই ফুলে গাঁথি আজ কবিতার মণিহার,
তুমি শ্রেষ্ঠ,মাতৃভাষা প্রিয় বুঝিয়েছো বারবার।
কবিতা আসর সারা বিশ্ববাসীর হৃদয় প্রাণ,
এ আসর শ্রেষ্ঠ রত্ন,সবার প্রিয় এডমিনের দান,
শত শুভেচ্ছা জানাই এই শুভ জন্ম দিনে।
শত ফুল ফুটে উঠুক এই পবিত্র শুভক্ষণে।