এসো বিশ্ব বাংলা গড়ি
মহঃ সানারুল মোমিন
এসো বিশ্ববাসী,
এসো প্রিয়জন,
প্রাণের ভাষায়, মনের আশায়,
গড়ি বিশ্ব বাংলা ,
এসো গড়ি বিশ্বাসে হৃদয়ের বন্ধন।
শিখবো অ,আ-
ক,খ বর্ণমালা,
গড়বো বিশ্ব বাংলা।
এ আমাদের জন্মগত অঙ্গীকার
মায়ের ভাষা মনের আশা
বাংলা ভাষা হোক বিশ্ব জনতার।
............................................................
৭ই এপ্রিল-২০১৯ রবিবার, ভারত-বাংলাদেশ মৈত্রী কবি সম্মেলন -২০১৯ কলিকাতার যাদবপুরের শহীদ মাষ্টার সূর্য সেন মঞ্চে বাংলা কবিতা ডট কমের অনুষ্ঠানে বসে লিখা।