মেঘ ডাকো রে, ডাকো-
ঐ হিল্লো পাড়ার মাঠে।
সোনা মণি গায় গান,
নদীর ঘাটে ঘাটে।
বর্ষা এসো রে, এসো-
কোমল মাটির বুকে।
জেগে আছে স্বর্ণ দানা,
আপন মনো সুখে।
আজ এসো রে, এসো-
বাদলা দিনের সখী।
বৃষ্টি ঝরে ঝিরিঝিরি,
সুখের স্বপ্ন রাখি।
মেঘ এসো রে, এসো
দুরের দেশে না থেকো।
নিয়ে এসো মেঘ বর্ষা,
সুখে দুঃখে মনে রেখো।