তুমি যাবে?
ঐ নীল আকাশে,
সাদা মেঘের সাথে,
ভেসে ভেসে,একটু ভালোবেসে।
নীল পরীদের দেশে।
চলো না?
শ রতের সাদা মেঘে চড়ে,
চড়ি শ্বেত পাহাড়ের চূড়ে,
ফিরি ঘুরে ঘুরে,ঐ আকাশের তীরে।
থাকি নীল পরীদের নীড়ে।
চলো যাই,
ঐ রামধ্নুর রঙের কাছে,
অনেক কাজ আছে,
একটু একটু করে,রঙ নিই অন্তরে।
দিয়েছি কথা ধরার কাছে।
চলো খুঁজি,
আলো মাখা জনাকি,
অনেক কথা আছে বাকি,
জনাকি, বলো বলো,কোথা পেলে আলো?
আলো নেব,সঙ্গে তোমায় থাকি।
চলো যাই,
সাদা মেঘে ভেসে ভেসে,
যাই তারাদের দেশে,
চ লি হেসে হেসে,ফুলের সুবাসে।
ঐ চন্দ্র,তারার দেশে।
বাকিটা- পরে