হে শ্রদ্ধেয় বিশ্ব কবি,
শত সহস্র কাব্যিক ধারায়,
অনুর্বর এই বিশ্ব ধরায়।
এঁকেছ প্রেমের কাব্যিক ছবি।
এনেছ কত ছন্দ, কত সুর।
যেন পেয়েছে প্রাণ,নীরব নূপুর।
দিক হতে দিগন্তে,
শত স্বপ্ন ছড়া সাজানো সুখ বসন্তে।
রচেছো শত কাব্য সাহিত্য, উপন্যাস।
আর তুলেছো সুমধুর গানের জোয়ার।
বিধাতার নিকট, হয়ে প্রকট,
এনেছো হাজার শত চাবি।
ছিল যে তোমার দাবি।
হে বিশ্ব কবি,
খুলেছো বাংলা ভাষার অনেক বছরের দুয়ার।
চিনেছে সারা বিশ্ব, চিনেছে জগত ভুবন,
খুশির দোলায় নাচে হৃদয়, নাচে প্রাণমন।
যেদিকে তাকাই, শুধু তোমার পবিত্র নাম।
সব কিছু ভুলে, তোমার পবিত্র চরণ তলে,
জানাই শত অযুত প্রণাম,শুধু প্রণাম।
..................................................................
ইংরাজীঃ ৩-৫-২০১৮ নগর মুর্শিদাবাদ।