ছোট্ট খুকির প্রশ্নঃ-
ও জোনাকি,ও জোনাকি,
কে তোমায় দিল আলো?
তুমি এত কেন ভালো?
আমায় সত্যি করে বলো।
গভীর রাতে,অন্ধকারে,
কোথায় তুমি চলো?
কে তোমায় দিল আলো?
আমায় সত্যি করে বলো।
গাছের ফাঁকে, ডালে ডালে,
আলোর প্রদীপ জ্বলে,জ্বলে,
তারার সাথে চলো।
সত্যি,তুমি খুবই ভালো।
জোনাকী উত্তরঃ-
বুকের মাঝে আলোর রেখা,
কখন যেন দিল দেখা।
আমি কিছুই নাহি জানি।
সত্যি,তোমার কথা মানি।
জন্ম থেকে জ্বলছি আমি,
জ্বলিয়ে রাখি সাধের-ভূমি।
জানিনা,কে দিল আলো?
জানি,সে বাসে আমায় ভালো।
খোঁজ নিয়েছি বহু জনে।
দেখবো সেই গুনীজনে।
যিনি দিয়েছেন আলো।
তিনি সত্যি সত্যি-ভালো।