এক কলমে আকাশ বুকে,
লিখে দিবো হাজারখানি ছড়া।
যখন তখন ঘাবড়ে পড়িস,
বলি,একটু খানি দাঁড়া।
হিজি বিজি লিখে দিয়ে,
ঢেলে দিবো সুর।
সকাল বিকাল সুর দি্ই,
তবু হয় কেন বেসুর?
ছন্দ আনি,দন্ত চেপে,
একটু ধাপে ধাপে।
একটু খানি হোকনা বেশি,
হবে মাপে মাপে।
ছড়ার মাঝে দিলাম আমি,
অনেক খানি ছন্দ।
তবু কেন বাকি থাকে,
ছড়ায় বেসুরের গন্ধ।
মাত্রা নাই, বার্তা নাই,
নাই ছড়ার মানে।
আবল তাবল লিখে দিলাম,
আশা নিয়ে প্রাণে।
শব্দ চয়ন,মনের মতন,
তালে করি ভুল।
একটি ছড়া লিখতে গিয়ে,
পাকিয়ে ফেলি মাথার চুল।
সব খাতা শেষ করে,
আকাশ বুকে লিখি।
আমি হবো খারাপ কবি,
রঙ্গিল স্বপ্ন দেখি।