ছেঁড়া সময়
মহঃ সানারুল মোমিন
সময়ের নগ্ন ছেঁড়া সময়,
মিশে যায় ভোরের রাতের শেষে।
ধূসর জোনাকি আলো ভালোবেসে।
রাতের আকাশে চন্দ্র পিপাষূ,
ছুটে বেদনায় তারার অচিন দেশে।
দিগন্তে ফাটা মেঘেদের শরীর ঘেঁসে।
অচেনা পৃথিবীর বেদনার ঘুম,
আঁকে স্বপ্ন কল্পনা নব জীবনের বাঁকে।
ইচ্ছা ছিন্ন সেথা,শূন্য জীবনের ফাঁকে।
জাগে না পুষ্প কুঁড়ি-
ভাবনায় জড়তা,চাইনা ব্যথার জীবন।
পূর্ণতায় আগেই শেষ-শূন্য সমীকরণ।