বসন্তে ছেড়া দিন কিরণ
আজ সূর্য হয়েছে কৃপণ।
নেমে আসে আঁধার
কুয়াশার বেশে, মৃত ঘাসের দেশে।
মেঘ পালক খুঁজে-নতুন এক জীবন।
বসন্তে অজানা ভাঙা রথ
চিরকাল-সূর্য তাড়ায় রাত।
ঝরে পড়ে শিশু আলো
আঁধারের দেশে,দিন অবশেষে।
ধীর ধীরে -খুঁজে নেই জীবন পথ।