ঝরে যাওয়া-
শিশির মুছে দিয়েছে-
সব ছায়া চোখের পলকে।
শরীর ঢেকেছে হিম-
ঝরে পড়া পালকে।
অচেনা পাখি খুঁজে আশ্রয়-
ব্যস্ততে ব্যস্ত তৈরিতে নিজ আলয়।
পালকে সাজায় আলয়, অনেক আশায়--
তবু পালক থেকে যায়, অতি ভালোবাসায়”।
............... ............
বিল পাটনীর তীরে-
অনেক ভাঙা ছেঁড়া শব্দ ঘিরে।
লিখেছি এই কবিতা।
আজ  শূন্য  পাটনী-
শুনি অতীত কাহিনী।
চোখে আসে আনন্দে জল।
সপ্ত ডিঙা কত মাধুকর করতো চলাচল।
ধীরে ধীরে গুটি গুটি পায়ে ভালো মন্দে,চলছে সভ্যতা
....................................