এসো তুমি ঐ বর্ষার রাতে।
এসো বাদল ধারার সাথে।
কহি কথা দিনভোর।
খুলো তব প্রাণদ্বোর।
রয়েছি অনেক অপেক্ষাতে।