ছন্দহীন কবিতা
মহঃ সানারুল মোমিন
এক টুকরো আকাশ,
কিছু ছেঁড়া ছেঁড়া মেঘ।
ভেঙে পড়ে বিরহে।
কে আপন?কে পর?
খুঁজে আর খুঁজে,
মিশে যায় পৃথিবীরে দেহে।
দু’চোখের সীমানায়,
যে টুকুই দেখি,
ভাবি আর ভাবি,
এইটাই আমার পৃথিবী।
ভাবনার জলে যা কিছু ভাসে,
সেই টুকুই চাওয়া পাওয়ার একান্ত ছবি।
ধূসর বর্ণমালা,
রূপালী আলোর সুর।
ছন্দহীন দিগন্তে,বেলা শেষের গান-
এটাই জীবন।
বেলা শেষে পাখির গান,
আনে বিষণ্ণতা।
আঁধারের গায়ে ঝরে পড়ে সৃষ্টির কবিতা।