ছন্দ হীন
মহঃ সানারুল মোমিন


মিলে মিশে বর্ণ
      হয়ে গেল শব্দ।
শব্দরা মিলে মিশে হয়নি বাক্য,
      হয়ে গেলে জব্দ।

মৌমাছির ভুল সুরে
      পায় ঠিক ছন্দ।
শিশু খোকা “মা” বলে,
      পায় সেকি আনন্দ।

বসন্তের আসা ফুলে,
     মেঘেদের মুখ ভার।
একতারায় নেই সুর,
     জং ধরা ছিঁড়ে তার।

কাকেদের কা কা রব,
      লিখে ফেলে কবিতা।
কোকিলের কুহু রবে,
      বেড়ে চলে শূন্যতা।

ভিখারির ঝুলিতে,
      সুখ ভরা সংসার ।
যত ধনী,দুঃখী তত-
     দিন চলা ঋণ ভার।