মেলে দেখো নয়ন দুটি—
সাধের চাঁদ মামা নিয়েছে ছুটি।
নিঝুম রাতে, কালো আঁধারের সাথে।
চাঁদ নীরবে ঘুমায়, আকাশের এক কোণে।
মহা আনন্দে, হাজার তারা,
নিজ মনে, মধুর স্বপ্ন বোনে।
রাতের ফুল, শত তারার কূল।
আকাশের গায়ে, এঁকেছে ছায়াপথ।
হাজার হাজার তারা, জেগে রাত্রি সারা।
আনমনে ছুটায় দিগন্তে সোনালী স্বর্ণ রথ।
যেওনা ঢুলে, দেখো দুই নয়ন খুলে।
সেজেছে শত রুপে রাতের আকাশ সাগর।
“চাঁদ মামা টিক দিয়ে যা”—ছড়া হয়েছে বাতিল।
“মা” আর এখন করেনা আদর।
সাঁঝের তারা, ক্লান্ত মনে, নিজ আঙুল গুণে।
কোথায় গেছে আদরের ঘুম পাড়ানি মাসি পিসি?
চেয়ে দেখো আজ—
তারায় তারায় সেজেছে আকাশ।
মধুর সুরে গায়ছে বাতাশ-সুর ভাসে নিশি দিশি।
আজ নয় চাঁদের কিরণে, ঐ আঁধার গগনে।
তারারা জ্বেলেছে স্বপ্নের হাজার প্রদীপ।
শত সাজে সেজেছে, নিঝুম আকাশ-
আজ যেন মনে হয়, সাজানো স্বর্ণ দ্বীপ।
.........................................................