চল খুকু চল,
মাকে গিয়ে বল?
নদীর তীরেতে গিয়ে,
শঙ্খ চিলেদের নিয়ে।
নীল আকাশের তীরে,
মধূর বাতাস ঘিরে
উড়ি চিরকাল।

চল,খুকু,চল
পাটুনীর জলে জলে,
মরালীরা হেসে খেলে,
আনমনে ছুটে চলে।
নিজ মনে গান গায়,
করে কোলাহল।
মিশে যায় তার দলে।
ভাসি চিরকাল।


চল খুকু চল।
কাজল নয়ন-পুকুরে গিয়ে,
হাজার মনের বাসনা নিয়ে।
ঘুরি ফিরি পদ্ম,শাপলা ফুলে,
মায়ের মমতা ভুলে।
থাকি সেথা গিয়ে-
আমরা চিরকাল।

চল খুকু চল,
গাঁয়ের মায়ের আচল ধরে,
সবুজ পল্লীর নীড়ে।
আঁকা বাঁকা পথ বেয়ে,
কাজল পুকুরে নেয়ে।
ছড়িয়ে মাখি জল।
সঙ্গে নিয়ে ধেনু,
গায়ে মেখে পুষ্প রেণু
স্বপ্নে থাকি চিরকাল।
.................................