নীল গগনের পানে-
চেয়ে আছি একমনে।
ঐ দূরে,সাদা সাদা মেঘরাশি-
দিগন্তে ভেসে যায়,
কিছু কথা বলে যায়।
কারে যেন ভালোবাসি।
উড়িয়ে দিলাম মন-
আছে সেথা প্রিয়জন।
ঐ মেঘ আকাশের দেশে।
রুপালী নক্ষত্রের বেশে।
খুঁজি তারে,বারে বারে-
রুপালী জ্যোৎস্নার তীরে।
ছায়া পথের পথ ধারে।
নক্ষত্রের সাগরের তীরে-
কিছু ভাঙা চোরা স্বপ্ন উড়াই।
আশাহীন কৃষ্ণ সাগরে বেড়াই।