বহুদিন থেকে কোন আকাশে,ছিলে অপেক্ষায়।
তুমি এলে হৃদয়ের বর্ষায়।
নব নব মেঘে।
এলে অনুরাগে।
মোর প্রাণের ভরসায়।
মোর হৃদয়ের আশায়।
মোর প্রাণের মাঝে,তোমার-ই সুর বাজে।
তুমি এলে নব নব সাজে।
উন্মুক্ত হৃদয়।
নয় আর বিদায়।
চিরদিন থেকো মোর ভালোবাসায়।
কোনদিন নয় নিরাশায়,মোর ছায়ায়,ছায়ায়।
দেখেছি তোমায়,নীল গগনে,চলেছো আনমনে।
শত শত তারারাশি ঘিরে দাঁড়ায়,
ছুঁইয়ে যায় পদতল।
শত কত ফুলদল।
শুধু প্রেমের আশায়,বহু প্রতিক্ষায়।
ভালোবাসায়,শুধু চোখের ইশারায়।
এসোছো ভরিয়ে মাথায় ফুল,আকাশে বিছিয়ে চুল।
ভরেছো প্রাণের সাগরের উপকুল।
মোর প্রাণের অন্তর,
ভালোবাসার সাগর,
নেচেছে আকাশ সাগর,তোমার প্রেমের মায়ায়।
শুধু প্রেমের আশায়,তোমার ভালোবাসায়।