শরীর ও নদী
            মহঃ সানারুল মোমিন
            নগর,মুর্শিদাবাদ,পঃব

শরীর আমার ধরণীমাতা,
    শিরা উপশিরা হাজার নদী।
শরীর যখন অচল অবশ,
       শুকায় জল প্রবাহ যদি।