রক্তদান
মহঃ সানারুল মোমিন
১-আমাদের অঙ্গীকার
করি স্বচ্ছ সত্য অঙ্গীকার,দিবো অসহায়দের অধিকার
জাতি ধর্ম,কর্ম নির্বিশেষে হবো রক্তদাতা
মুমূরষ রোগীর প্রাণে,দিবো আনন্দ রক্তদানে
বাঁচাবো সভ্যতা,জয় করবো মানবতা
২-আত্মার বাঁধন
এক সুরে আজ গাইবো গান
রক্ত দিয়ে বাঁচাবো প্রাণ
বাঁচাবো জীবন,রক্ত হোক আত্মার বাঁধন
হোক মানবতার জয়গান
নগর,খড়গ্রাম,মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ,ভারত