বেশ তো আছি,ভালই আছি, পেয়ে একটি  জীবন।
নাই বা জন্ম নিলাম পৃথিবীর কোমল,শীতল ছায়ায়।
নতুন রুপে নতুন সাজে।
আমার জীবন শুঁয়োপোকার দেহের মাঝে---আছি বেশ সুস্থ এখন।
চাই না প্রজাপতির ন্যায় রঙিন রঙের সুসজ্জিত জীবন।
যেখানেই সুখ,শান্তি-সেখানেই আসে বাঁকা তির্যক আঁখি।

সীমাহীন দিশাহীন মহাশূন্য যেন  গর্ভধারিণী জননী-
অবাস জঠরে করুণা বেদনায় কন্দনরত শশী ধরণী।
তপ্ত, জ্বলন্ত সদা ব্যস্ত দিবাকর, জ্বলিয়ে করে ছারখার-
তবুও চাই না কেন নতুন জীবন?
মাতৃ গর্ভে সবুজ পৃথিবী ক্ষত বিক্ষত আঘাতে আঘাতে-
যখনই করি শান্তির আহ্বান- হয় রক্ত বন্যা প্রবহমান।

তাই তো বলি বেশ আছি অকারণে মিথ্যা জেগে ঘুমিয়ে।
স্বপ্ন আশা সব কিছু পুঁতে রেখেছি হৃদয়ের শুকনো মৃত্তিকায়-
বেমানান ইচ্ছেগুলো রেখেছি থামিয়ে---
নাই বা জন্ম নিলাম – রয়ে যেতে চাই অন্ধকারের অতল গভীরে---
উত্তপ্ত আকাশ-বিষন্ন বাতাস,হতাস মহাশূন্য---
মাটি কাঁদে-জল কাঁদে- কাঁদে সজীবের অরণ্য---।



.....................................................................