চাঁদ বুঝি নীরব চুপ,
ম্লান বদনে,অনুজ্জ্বল হাসি।
জ্যোৎস্নারা বুঝি নিয়েছে ছুটি-
ক্লান্ত বদনে, বিষাদ আননে,হতাশ নয়ন দুটি।
অবাক হয়ে, থাকে চেয়ে।
পৃথিবীর পানে, কত কথা নীরব অশ্রু ভরা নয়নে।
লিখে চলে ছন্দ হীন কবিতা,
সৃষ্টি হয় হাজারও বেদনার কথা-


জোনাকিরা আজও ক্লান্ত।
নিভে গেছে  বুকের আলো।
অন্ধকার গভীর রজনী- আজও চুপচাপ।
বেড়ে চলে পৃথিবীর শরীরে আঁধারের প্রলেপ।
মুছে যায় ধীরে ধীরে রাতের মনোরম পরিবেশ।
বাজে না অজানা নদী তীরে মধুর রাত্রির সুর।
কমে যায় রাতের আঁধারের গভীরতা-
বিষাদ আলোর অনুর আগমন,
কৃত্রিমতায় বেড়ে চলে ধীরে ধীরে সব মন।
এই ভাবেই নাকি চলবে, আগামী সেই সুরে গাইবে।