বিষাদ অক্ষর
মনের গভীরে বর্ণের বসবাস,
হয়নি মিলন আজও নীরব- নীরস।
রামধনুর রং ছুঁয়ে।
হৃদয়ের গান গেয়ে।
হয়নি মধুর স্বপ্নের অক্ষরের সৃষ্টি।
হতাশায়,বাতাসে বন্ধ্যত্ব নামে-
বিষাদ ভরা খামে-দেখা যায় এক বিন্দু বৃষ্টি।
সুর আর সৃষ্টির কলতানে-
নীরব পাখিদের হৃদয়ের গানে গানে।
ছুঁয়ে যায় গোধূলি বেলার ছবি,
আসে ফিরে বসন্ত- নীরব স্বপ্নের পৃথিবী।
রুপ কথায় চুপ থাকে-জ্বলে থাকা সন্ধ্যায়।
নানা ছবি চুপ থাকে,মহানগরীর প্রান্ত সীমায়।
যেতে যেতে ফিরে যাই-
জীবনের প্রান্ত সীমায়।
আঘাত হানে- বিষাদ গানে।
ভেঙে পড়ে অস্থি মাংসের ইমারত-ভাসে আঁখি নীড়।
বেদনার অক্ষর বিষাদ নীরব- ভাঙা ছেঁড়া স্বপ্নের ভিড়।