শিশির ভেজা হৈমন্তির সবুজ
ধানক্ষেত আর ঘাসে ঘাসে।
স্নিগ্ধ বাতাসে রাখা ভোরের
লাল সাদা শিউলির সুবাসে।
পাখিদের গানে গানে আর কলতানে
পাই হৃদয়ে প্রেম ভালোবাসার ছোঁয়া।
রেখো ওগো বিশ্ববাসী
এক বিন্দু, ক্ষুদ্র রাশি।
এ বান্দার জন্মদিনে
মনপ্রাণ হৃদয় কোনে।
রেখে দিও,একটু খানি আশিষ-দোয়া।
---_-----_----------_-------
সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল
ভালো থাকুন, সুস্থ্য থাকুন।