জন্মদিন এক মুহূর্ত সময়
মহঃ সানারুল মোমিন
আকাশের বুক চিরে নেমে আসা আঁধার-
মিশে যায় মাটির উদরে।
মাতৃ উদরে আলোর সমাবেশ-?
জন্ম ভালোবাসা আর আদরে।
বিদায় নিয়েছে কাশ, পড়ে আছে নীরব কঙ্কাল।
সদ্য জন্ম নেওয়া শিশু ব্যস্ত, সরাতে পৃথিবীর জঞ্জাল।
কে বলে?
শুভেচ্ছা আর শুভ তব জন্মদিন।
জন্ম নিতে পেয়ে যায় শত শত ঋণ।
উদাস সময়, উদাস হৃদয়- আমি উদাসীন।
................................................।।
তারিখ-০৩-১১-২০২১
খড়গ্রাম, মুর্শিদাবাদ, পঃব, ভারত