জন্মদিন
    মহঃ সানারুল মোমিন


শরতের শেষে,
হেমন্তের কোল ঘেঁসে।
            এল  জন্মদিন।


চলেছে কাশ, নিজ দেশে,
মাতায় প্রভাত,শিউলী এসে।
                        তবু উদাসীন।


গুটি গুটি পায়ে,
পৃথিবী জননীর গায়ে।
পেরিয়েছি হেমন্ত, বিয়াল্লিশটি বার।
হয়ে গেছি ঋণী, হয়েছে অনেক ধার।


ভালোবাসা আর আশিষে,
ভরে গেছে মন সদা সারাক্ষণ।
নিয়েছে বিদায় কত নিকাট-
                 কত পর হয়েছে আপন।


কুয়াশা মোড়া ভোর-
করে আজও স্নেহ আদর।
বলে যায়  তোমার শুভ জন্মদিন।
পাখির কলরবে  আকাশ রঙিন।


শুভ এই দিনে জড়িয়েছি মাতৃ ঋণে-
                  তবু কেন সদা উদাসীন।