জোনাকির আলো, শরীরে লেগে যায়।
বাড়ায় জ্বালা যন্ত্রণা।
শীতল চন্দ্রালোকে, লেগেছে আগুন।
উষ্ণ কিরণ জ্যোৎস্না।
শুকনো নদীরা,নিমেষে ভরে যায়।
মেঘেদের অশ্রু জলে।
আমার তপ্ত ধরা, প্রাণ ফিরে পায়।
নীরব কান্নার ফলে।
বুকের পাঁজরে, জমে থাকা বারুদ।
রয়ে যায় কালে কালে।
আজো ঘুম না ভেঙে,রয়ে থেকে যায়-
চির সুপ্ত দাবানলে।
................................................
২০-৬-২০১৮ নগর , মুর্শিদাবাদ।