বৃদ্ধ,শুকনো ঝরা পাতার শব্দ শুনি,
যেন মৃত্যুর প্রহর গুনি।
এসেছে কি বিদায় বেলা?
হৃদয় বাগে, নব সুরে,বাজে সুর –রাগে অনুরাগে।
রবি চলে অস্তাচলে-একি জীবনের পড়ন্ত সন্ধ্যা বেলা?
এসেছে নব পল্লব মহাসুখে ধরণীর কাননে-
কোনো এক সুখময় মহা প্রভাতে।
ছিল সংকেত, আসার বহু আগেই- ছিলনা মনে।
রচেছিল মৃত্যুর সত্য গান,কোন এক অজানা রাতে।
শুধু শুধু আনন্দে করছি খেলা। এসেছে কি বিদায় বেলা?