শীত চলেছে আপন দেশে,
হল বুঝি শীতের বিদায়?
রেখে ছিলাম মনের মাঝে,
কাঁদে বুঝি নিজের হৃদয় ?
চারি দিক সুরভিত,বিকিশিত
আজ শুরু বসন্তের আগমন।
আম্র কানন সুবাস ছড়ায়,
পুলকিত আজ আপন মন।
প্রবীন পাতা নিচ্ছে বিদায়,
আসছে আনন্দে নতুন পাতা।
মৃদু হাসে বৃক্ষলতা সব,
খুশিতে হাসিতে দুলায় মাথা।
“কুহু কুহু” ডাকে-ডাকে কোকিলা,
কারে করে হাজার নিমন্ত্রণ।
বলে-“আয় রে হাজার পুষ্পকলি,
হয়েছে বসন্তের শুভ আয়োজন।
আসছে নবীন,হবে প্রবীণ।
একদিন কখন যাবে ঝরে।
সাজানো ফুল,ঝড়বে বিলকুল।
সকল স্মৃতি রবে পড়ে।
............................................................।
আমার আগামী লিখা
“ভিন্ন ভিন্ন হাসি আনন্দ”( ছড়া কবিতা)
আমি হাসতে জানি না,
বলিস না কেউ ভাই।
হাসির কথা শুনলে আমি
সেথায় ছুটে চলে যাই।
আশি বুড়ির মিষ্টি হাসি,
সকাল বিকাল শুনি।
শুনলে ভাবি বাজে বাঁশি।
ভয়ে নামতা গুনি।
ব্যাঙের হাসি সর্দি কাশি।
শুনতে লাগে প্রাণে ভালো।
সেই হাসিতে ফুল ফুটে ভাই।
ভাবি হাজার প্রদীপ আলো।...।...।ক্রমশ।