ভুলে যাই
মহঃ সানারুল মোমিন
এক পলকে তাকিয়ে রাতের অন্ধকারে নীল আকাশের দিকে-
ক্লান্ত চন্দ্রমনির আজ অবসর।
মেতেছে জোনাকি তারাদের সাথে-
মস্তিষ্কের ভাজে আটকে থাকা ভাবনা নীরব।
বিচার শক্তিতে অক্ষমতা,
নিমেশে ভুলে যাই কৃত্রিমের তফাৎ।
অক্ষমতার ভারে নিঃস্বরা নতজানু বন্ধ্যা মাটির দিকে-
ক্লান্ত জলরাশির আজ অবসর।
বিষাক্ত জীবানুর আজ সমাগম-
শ্বাস নালীর ভাজে আটকে থাকা শেষ নিঃশ্বাস।
প্রশ্বাস শক্তিতে অক্ষমতা,
নিমেশে ভুলে যাই মিথ্যার প্রত্যাঘাত।