দেখেছো কি আমার মুখ?
হাজার বেদনায় ভরা বুক।
আলোকিত উজ্জ্বল মুখ নয় যে আমার-
একবার নয় যুগে যুগে বলেছি বহুবার।

শরীরে জ্যোৎস্না মাখা চাদর,
কত যে করেছো সুখের আদর।
যুগ থেকে যুগান্তরে,
শত ভালোবাসায়,ব্যথা বেড়েছে অন্তরে।

মুখে সূর্যের কিরণের রাশি,
মহানন্দে তোমার মুখে পেয়েছে হাসি।
শীতল কোমল জ্যোৎস্না নয় যে নিজস্ব-
আমি একেবারে মহা নিঃস্ব।

হৃদয়ে হাজার  কলঙ্ক।
হিসাবে পাইনি, হাজার কষেছি অঙ্ক।
হৃদয় জ্বলে সূর্যের মহা উত্তাপে।
পুড়েছে মন প্রাণ ধীরে ধীরে ধাপে ধাপে।

দিন শেষে, আলো মেশে।
ঐ নীল দিগন্তের পারে।
শত শত আলোর প্রদীপ জ্বলে ধারে ধারে।
স্বপ্নরা ফিরে আসে,ভালোবেসে----
নিজ শান্ত নীড়ে,মিশে যায় আলো আঁধারের ভীড়ে।

শান্ত পৃথিবী ঘুমায়,আলো জ্বলে ঝিকমিক।
ভালোবাসায় যায় ছেয়ে চারিদিক।
আর আমি- উঠি ঐ গগনে,বিষাদ নয়নে।
অন্তর জ্বলে আর ছড়ায় পরের আলো।
বলো, আর কি বাসবে  ভালো?
...............................................................