অজানা বাতাস

অজানা বাতাস ছুঁয়ে যায়,
জীবনের স্মৃতি ফলক।
উড়ে যায় হাজার ইচ্ছে, স্বপ্ন।
থেকে যায় শূন্য ফাঁকা,
শ্বেত পৃষ্ঠার মত।

ধীরে ধীরে মেঘ নামে,
মনের সাগরের তীরে জমে।
অঝরে  সুখ কান্নায়,
না হয় দুঃখ কান্নায়- ঝরে পড়ে।
প্লাবণ আসে নদী পাড়ে,
মুছে যায় সব বেদনা,আছে যত।

গভীর অন্ধকার ভেদ করে ,
সূর্য হেঁটে আসে,মৃদু হেসে,
স্বপ্ন জাগে পৃথিবীর প্রভাতের স্নিগ্ধ বাতাসে।
নতুন আশায় অনেক স্বপ্ন অপেক্ষায়।

....................................................

অঙ্গীকার

বিশ্ব আকাশ, বিশ্ব বাতাস
বিশ্ব মাটি,করবো খাঁটি-
লাগিয়ে গাছ, বারো মাস।

আসবে ফুলের ঘ্রাণ,
জুড়াবে সবার প্রাণ-
সে যে বিধাতার অসীম দান।

সেতো আমার মায়ের মতন।
করবো তারে হাজার যতন-
রাখবো নিয়ে বুকে,
থাকবো স্বর্গ  সুখে।

স্বপ্ন সত্য হবে সবার,
নিলাম দৃঢ় অঙ্গীকার